প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আজম খানের পক্ষ থেকে চাঁদপুর-হাইমচরের নেতাকর্মীদের অংশগ্রহণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর-হাইমচরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। ২৪ ডিসেম্বর ২০২৫ (বুধবার) রাতে দুটি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাস এবং লঞ্চযোগ ঢাকার উদ্দেশ্য রওনা করেন।
|আরো খবর
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে তারা প্রথমে ঢাকার এয়ারপোর্ট এলাকায় জড়ো হন। এরপর সকাল ৯টায় সেখান থেকে আজম খানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করে পায়ে হেঁটে ঢাকার ৩০০ ফিটে আয়োজিত তারেক রহমানের সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দেন। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
নেতাকর্মীরা জানান, 'আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয়তাবাদী
দল-বিএনপির রাজনীতি করি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন। তাকে স্বাগত জানাতে চাঁদপুরের কৃতি সন্তান আজম খানের পক্ষ থেকে আমরা ঢাকার রাজপথে সমবেত হয়েছি। আমাদের নেতা আজম খান নির্দেশনা দিয়েছেন, বিএনপি এবং ধানের শীষের বিষয়ে আমরা আপসহীন। আগামী নির্বাচনে কোনো ব্যক্তি আমাদের কাছে বিষয় নয়। আমাদের একটাই লক্ষ্য ধানের শীষকে বিজয়ী করা। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমরা সবাই কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানা যুবদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন খান, হানারচর ইউপির সাবেক চেয়ারম্যান মোতালেব মাস্টার, চান্দ্রা ইউপির সাবেক চেয়ারম্যান ইউসুফ খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কালু মৃধা, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা হোসেন খান, কেন্দ্রীয় জিয়া সংসদের সদস্য শরীফ খান, আশিকাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোতালেব খান, যুবদল নেতা ফয়সালসহ চাঁদপুর হাইমচর উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








