বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:২৮

আশিকাটি সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভার ১১৪তম বাৎসরিক মহোৎসব সম্পন্ন

পলাশ দে
আশিকাটি সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভার ১১৪তম বাৎসরিক মহোৎসব সম্পন্ন

ছবির ক্যাপশন: আশিকাটি শ্রীশ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভা মন্দিরে ১১৪তম বাৎসরিক মহোৎসব উদযাপনের একাংশ।

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ আশিকাটি গ্রাম-এর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ‘আশিকাটি শ্রীশ্রী সচ্চিদানন্দ শ্যামসুন্দর হরিসভা’-র ১১৪তম বাৎসরিক মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

২৭ ও ২৮ জানুয়ারি (মঙ্গলবার ও বুধবার) দুই দিনব্যাপী এই উৎসবে হরিসভা প্রাঙ্গণ ভক্তদের পদচারণায় মুখরিত ছিল।

গতকাল বুধবার উৎসবের দ্বিতীয় দিনে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন। কীর্তনীয়া দলের সুমধুর হরিনাম সুধায় এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

উৎসবের বিশেষ দিকগুলোর মধ্যে ছিল ভোগ প্রসাদ বিতরণ। আগত সকল ভক্ত ও অতিথিদের মাঝে সশ্রদ্ধভাবে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এছাড়া মঙ্গলারতি ও কীর্তন ছিল উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। সন্ধ্যায় মঙ্গলারতি শেষে শ্রীশ্রী মহানাম সংকীর্তনের মাধ্যমে এবারের উৎসবের সমাপ্তি ঘটে।

শান্তি-শৃঙ্খলা বজায় রেখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উৎসব সফল করায় আগত সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্দির পরিচালনা পরিষদ

এ সময় আয়োজকরা জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রীভগবানের নামযজ্ঞ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়