প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২২:২৫
হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল
হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বাদ আসর থেকে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু হবে।
বুধবার বাদ আসর হতে তাফসির পেশ করবেন হায়দারগঞ্জ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আওলাদে রাসূল (সা.) সাইয়্যেদ মাহবুব উজ্জুদ্দীন জাবেরী, ঢাকা লালমাটিয়া নিউ কলোনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী, হাজীগঞ্জ সাদ্রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু বকর মাহমুদ, ইসলামপুর গাছতলা মাদ্রাসাতু ইশায়াতিল উলুমের সহ-অধ্যাপক হযরত মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ আসর থেকে তাফসির পেশ করবেন গাজীপুর টংগী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ড. মো. হিফজুর রহমান, ঢাকা গুলশান বাইতুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল-নোমানী, চাঁদপুর চিশতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ আহমাদ আনসারী, ঢাকার মোফাচ্ছেরে কুরআন হযরত মাওলানা হাফেজ আব্দুল করীম, ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীরজাদা হযরত মাতওলানা খাজা মো. তানভীর ও চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা জহির মনোয়ার।
তৃতীয় দিন শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ আসর হতে তাফসির পেশ করবেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা মো. অলি উল্লাহ, ঢাকা মিরপুর টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা আজিজ আল কাউসার, ট্রাকঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মোস্তফা, আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. ফখরুল ইসলাম।
এই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ব্যাংক পিএলসি’র সেন্ট্রাল শরীআহ বোর্ড ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ। সভাপতিত্ব করবেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান। সঞ্চালনা করবেন ফাউন্ডেশনের সেক্রেটারী মুহাম্মদ নুরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা ওমর ফারুক। তিন দিনব্যাপী এই মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্যে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।






