প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৯
কুমিল্লায় শ্রী শ্রী গুরু পূজা ও গীতাযজ্ঞ মহোৎসব ২ জানুয়ারি

বিশ্ব শান্তি কল্পে ও মানব জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে ৪র্থ বাৎসরিক শ্রী শ্রী গুরু পূজা ও গীতাযজ্ঞ মহোৎসব।
কুমিল্লা চকবাজার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী গুরু সংঘ কুমিল্লা'র আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আসছে ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) প্রাতে হতে যথাক্রমে মঙ্গল আরতি ও শ্রীমদভগবদগীতা পাঠ (৪র্থ প্রহর), শ্রী গুরু পূজা, শ্রী রাধামাধব পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, গীতাযজ্ঞ ও গীতা পারায়ণ এবং মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ শেষে সন্ধ্যায় অনুষ্ঠানের পূর্ণাহুতি।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।







