মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ২০:২০

লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক

এম রহমান
লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক

চাঁদপুর সদরে জেলা টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির সরঞ্জামসহ শাহজাহান গাজী (৫৫), তার ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজী (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল উনিয়নের শ্রীরামপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহজাহান গাজী শ্রীরামপুর বহরিয়া বাজার এলাকার গাজী বাড়ির হাকীম গাজীর ছেলে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে টাস্কফোর্সের অভিযানে ৩ জন আসামী গ্রেপ্তার ও গাঁজা ৪৫০ গ্রাম, ইয়াবা ১২৮ পিচ, ডিজিটাল মেশিন ১টি, মোবাইল ১০টি, ১৬ হাজার ১১০ টাকা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়