মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:০৮

বাবুরহাটের প্রবীণ শিক্ষক ফজলুল হক বিএসসি গুরুতর অসুস্থ: দোয়া প্রার্থনা

পলাশ দে, চাঁদপুর
বাবুরহাটের প্রবীণ শিক্ষক ফজলুল হক বিএসসি গুরুতর অসুস্থ: দোয়া প্রার্থনা
ছবি :অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক বিএসসি

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক বিএসসি গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি বাবুরহাট মডেল টাউন এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্যারের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগলেও বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।

​ফজলুল হক বিএসসি স্যার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন কিংবদন্তি শিক্ষক। তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে পরম মমতা ও নিষ্ঠার সাথে শিক্ষা দান করেছেন। স্যারের হাত ধরে গড়ে ওঠা অসংখ্য ছাত্র-ছাত্রী আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।

​এদিকে প্রিয় শিক্ষকের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্যারের সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছেন।

​স্যারের দ্রুত আরোগ্য লাভের জন্য তার স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূসহ পরিবারের সদস্যরা সকল ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, সকলের আন্তরিক দোয়া এবং মহান আল্লাহর অশেষ রহমতে প্রিয় শিক্ষক আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়