প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯
অপ্রাপ্য
মুহাম্মদ শাহিন
মুহাম্মদ শাহিন অপ্রাপ্য
আমি তোমাকে পাই
আবার পাই না।
শীতের বিকেলে
রোদটা যেমন আসেÑ
কিছু বলার আগেই চলে যায়,
তুমিও তেমন।
গ্রীষ্মের দুপুরে
তাপের সঙ্গে যেমন
দীর্ঘক্ষণ থাকা যায় না,
আমি তোমাকে ঠিক সেভাবেই পাই।
কখনো
যুদ্ধের মতো
জয় মানে ক্লান্তি,
পাওয়া মানে ক্ষত।
তবু ভাবি,
কেন তুমি সহজ নও?
ছায়া যেমন মানুষকে ছাড়ে না,
ঘুমন্ত শিশুর হাত
যেমন মায়ের হাত খোঁজে
তুমি কেন সেভাবে থাকো না?
আমি কেন
তোমাকে পাই না?






