রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২২:৫৪

দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মশালা

স্বেচ্ছাসেবকদের কখনো অসৎ কাজের সাথে জড়িত হওয়া যাবে না : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
স্বেচ্ছাসেবকদের কখনো অসৎ কাজের সাথে জড়িত হওয়া যাবে না : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

‘আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব’ এ স্লোগানে চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী কর্মশালা। শনিবার (৩০ আগস্ট ২০২৫) চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এইচএম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি প্রথমেই চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আপনাদের এমন সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত দেয়ায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আপনি যদি রাস্তায় অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাদের কাউকেই স্বেচ্ছাসেবী পরিচয় দেয়া ঠিক হবে না। আপনার মধ্যে যদি অসৎ চিন্তা-ভাবনা থাকে তাহলে এই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ারও দরকার নেই। আর স্বেচ্ছাসেবকদের কখনোই অসৎ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে অনেক ভালো ভালো সংগঠন আছে, তার মধ্যে একটি রেড ক্রিসেন্ট। তাদের অনেক সুনাম রয়েছে। আপনাদের সংগঠনগুলোকেও কাজের মাধ্যমে ভালো সংগঠনগুলোর তালিকায় আনতে পারেন। স্বেচ্ছাসেবকের মূল কাজ হচ্ছে, যে নিজের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যক্তি বা সমাজের কল্যাণে কাজ করে। লোক দেখানো স্বেচ্ছাসেবকের দরকার নেই। অনেক সংগঠন বা স্বেচ্ছাসেবক বছরে একটি কাজ করে সারা বছর তা প্রচার করে। এমন স্বেচ্ছাসেবকের প্রয়োজন নেই। সংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আশপাশ বা সমাজের প্রয়োজনীয় কাজগুলো করতে পারে। তিনি বলেন, একজন অসহায় মেধাবী ছাত্র যদি টাকার অভাবে প্রাইভেট পড়তে না পারেন, আপনারা যে যেই বিষয়ে পারদর্শী তাকে বিনামূল্যে প্রাইভেট পড়ান। এতেই হবে স্বেচ্ছাসেবকের আসল পরিচয়। যে ব্যক্তি মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত, তারা স্বেচ্ছাসেবক হওয়ার যোগ্যতা রাখে না। স্বেচ্ছাসেবকরা একজন ভিক্ষুককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। একজন লোক রাস্তা পারাপার হতে না পারলে তাকে সহযোগিতা করেন। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেও কাজ করতে পারেন। যে নিঃস্বার্থভাবে কাজ করেন তিনিই প্রকৃত স্বেচ্ছাসেবী। অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশসহ অন্য নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় প্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধি নিয়ে দিক-নির্দেশনামূলক প্রশিক্ষণ দেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। এছাড়া স্বেচ্ছাসেবী কর্মশালায় আরো দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও সমাজকর্মীর দায়িত্বের ওপর চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন, যুব সংগঠন নিবন্ধন ও সমাজসেবায় যুবদের ভূমিকার উপর চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়া, নেতা-নেতৃত্বের শৈলী ও কৌশল নিয়ে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, নেটওয়ার্কিং ও সম্পর্ক উন্নয়ন নিয়ে ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী। মাঝখানে দুপুরের খাবারের বিরতি দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য রাখেন মানবিক শওকত, টিপু চৌধুরী ও মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর ডিরেক্টর মোহাম্মদ ইউনূস। সমাপনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা সনদ তুলে দেয়া হয় এবং আগত অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এছাড়া চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিকা রাখায় জেলার ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। কর্মশালায় বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়