মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ১৯:৩৬

কারাগারে নারী বন্দিদের সাথে থাকা শিশুদের জেলা প্রশাসকের উপহার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
কারাগারে নারী বন্দিদের সাথে থাকা শিশুদের জেলা প্রশাসকের উপহার সামগ্রী বিতরণ

চাঁদপুর জেলা কারাগারে বিভিন্ন দন্ডে সাজাপ্রাপ্ত নারী বন্দি আসামী মায়েদের সাথে থাকা কোমলমতি শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ৪ নভেম্বর বৃহস্পতিবার জেলা কারাগার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক কোমলমতি শিশুদের এ সহযোগিতা করেন।

এ সময় জেলা কারাগারে অবস্থান করা মায়ের সাথে থাকা ৪ জন কোমলমতি শিশুর হাতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পোশাক, খেলনা সামগ্রী, চকলেট, চিপস ও বিস্কুট তুলে দেন। পাশাপাশি তিনি সমাজসেবা অধিদফতর আওতাভুক্ত চাঁদপুর জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র পক্ষ থেকে চাঁদপুর জেলা কারাগারে ২টি টেলিভিশন হস্তান্তর করেন।

এ ব্যপারে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার জানান, জেলা প্রশাসক সমাজসেবা অধিদফতরাধীন অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির তহবিল থেকে হাজতী ও কয়েদীদের বিনোদনের জন্য ২টি টেলিভিশন ও শিশুদের জন্য পোষাক ও কিছু খাবার সামগ্রী জেল সুপারের নিকট হস্তান্তর করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার জনাব মোঃ মনিরুল ইসলাম, জেল সুপার মোঃ মোঃ গোলাম দস্তগীর প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়