প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:১২
চাঁদপুরে ৬৫০ জন কারাবন্দির ভোট দেবেন মাত্র ৩৩ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন চাঁদপুর জেলা কারাগারের মাত্র ৩৩ জন বন্দি। নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা সংবাদ মাধ্যমকে জানান, নিবন্ধনের শেষ সময় পর্যন্ত কারাগারে ৬৫০ জন বন্দি থাকলেও তাদের মধ্যে ৩৩ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ২ জন নারী বন্দি।
এলাকাভিত্তিক তথ্য অনুযায়ী, আবেদনকারী ৩৩ জনের মধ্যে ২৫ জন চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের ভোটার এবং বাকি ৮ জন দেশের অন্যান্য জেলার ভোটার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্র জানায়, চাঁদপুর জেলায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্যে মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি প্রবাসী ও কারাবন্দিরাও রয়েছেন।
বিবিসি'র তথ্য অনুযায়ী,
দেশের কারাগারগুলোতে থাকা ৮৪ হাজার ৪০০ বন্দির মধ্যে ৭৮ হাজার ১৬০ জনই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্যে নিবন্ধন করেননি। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৭৫টি কারাগারের মাত্র ছয় হাজার ২৪০ বন্দি নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে সরকার। বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।








