শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২৩:৪৭

পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য এবং ডিসপ্লে পরিবেশন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উজালা রাণী চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে এই বিদ্যালয়ে এসে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ব্যতিক্রমী অভিবাদন পেয়েছি, তাতে আমি মুগ্ধ হয়েছি। এরপর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য এবং ডিসপ্লে পরিবেশন দেখে অভিভূত হয়েছি। শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে। এর পেছনে নিশ্চয়ই শিক্ষক এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।

তিনি আরো বলেন, শিশু-কিশোরদের জন্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য বিষয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি তাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। আমি সকল শিক্ষার্থীর প্রতি অনুরোধ করবো, তোমরা আগামীতে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর মাধ্যমেই তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হবে। কারণ আগামীর বাংলাদেশে তোমরাই নেতৃত্ব দিবে। তোমরা লেখাপড়া এবং ক্রীড়া ও সংস্কৃতি কর্মকাণ্ডের মাধ্যমে এই বিদ্যালয়ের সম্মান বয়ে আনবে, সেই প্রত্যাশা রাখছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীন সুলতানা, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধ্রুবরাজ বণিক, শিক্ষক মাকসুদুল মাওলাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া কিপতিয়া ও নাফিজা আক্তারের নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়