বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২২:৩২

জীবনের প্রথম কনসার্ট-স্থলের সামনে দাঁড়িয়ে নস্টালজিক হলেন সংগীতের যুবরাজ আসিফ আকবর

মো. মঈনুল ইসলাম কাজল।।
জীবনের প্রথম কনসার্ট-স্থলের সামনে দাঁড়িয়ে নস্টালজিক হলেন সংগীতের যুবরাজ আসিফ আকবর

জীবনের প্রথম কনসার্টের স্টেজে উঠে গান গেয়ে মাতালেন দর্শকদের, সম্মানি পেলেন দুশো টাকা। নব্বইয়ের দশকের স্মৃতিময় সেই স্থানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় নিলেন। ছবি তুলে সেই স্মৃতি আওড়ালেন বাংলার সংগীত অঙ্গনের যুবরাজ আসিফ আকবর।

রোববার (২৫ জানুয়ারি ২০২৬) দুপুরে শাহরাস্তি প্রিমিয়ার লিগের সেমিফাইনাল খেলা দেখতে আসেন আসিফ আকবর। অনুষ্ঠান শেষে ফেরার পথে জীবনের প্রথম কনসার্ট-স্থল মেহের ডিগ্রি কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। কলেজের প্রধান ফটক বন্ধ থাকায় সেখানেই দাঁড়িয়ে ছবি তুলতে হয় তাঁকে। মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদের আমন্ত্রণে নব্বইয়ের দশকে তিনি জীবনের প্রথম কনসার্টে গান পরিবেশন করেন। এই কথা সংগীত যুবরাজ বেশ ক'বার বিভিন্ন অনুষ্ঠানে স্মরণ করেন। সেই সময় সম্মানী পেয়েছেন মাত্র ২০০ টাকা। এরপর 'ও প্রিয়া তুমি কোথায়' গানের মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন আসিফ আকবর। এই গানের পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সংগীত অঙ্গনে দাপটের সঙ্গে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি আসিফ আকবর এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক। রাজনৈতিক অঙ্গনেও তিনি সুপরিচিত মুখ। কুমিল্লা সদর আসনের মনিরুল হক চৌধুরীর একজন শুভাকাঙ্ক্ষী তিনি। অনুষ্ঠান থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার জন্যে বেশ ক'বার আয়োজকদের পক্ষ থেকে তাঁকে তাড়া দিতে দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়