বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:৪৯

সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা

সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা
অনলাইন ডেস্ক

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২০২৬ বিষয়ে অবহিতকরণ এবং বাৎসরিক পাঠপরিকল্পনা সাব-ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গণভোট-২০২৬ বিষয়ে ট্রেনিং শেষে প্রতিটি বিদ্যালয়ে মা সমাবেশ, উঠোন বৈঠক ও অবহিতকরণ সভা আয়োজন করার জন্যে ৫টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষককে অনুরোধক্রমে নির্দেশ প্রদান করেন। যাতে জনগণ গণভোটের বিষয় সম্পর্কে অবহিত হন।

সাব-ক্লাস্টারের কার্যক্রম দিনব্যাপী পরিচালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন ও সহকারী শিক্ষক ফরিদ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ও শিক্ষা কমিটির সদস্য মো. শামীম হোসেন মিজি। বক্তব্য রাখেন সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ফারুকুল ইসলামসহ অন্য শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়