প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:২৭
পুরাণবাজারে পৌর ২নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ওয়ার্ডে ক্লিনিক করা হবে
----শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরের পুরাণবাজার পৌর ২নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
|আরো খবর
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় ২নং ওয়ার্ডের ওছমানিয়া মাদ্রাসায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, আমি আজকে এসেছি অন্যভাবে। এর আগে গত ১৭ বছর ফ্যাসিবাদীরা আমাকে ঠিকমতো এখানে আসতে দেয়নি। গত ১৫ বছরে এ ওয়ার্ডের কেউ ভোট দিতে পারেনি। এবার সুযোগ এসেছে ভোট দেওয়ার। আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন ভোটকেন্দ্রে।
তিনি বলেন, এই ওয়ার্ডে পৌরসভা থেকে তেমন কোনো সুবিধা পাওয়া যায়নি। আমাকে নির্বাচিত করলে প্রতিটি মানুষ যেন সেবা পায়, সেভাবেই পৌরসভা চলবে। একটি এরিয়া উন্নয়নের জন্যে শিক্ষিত পরিবার সবচেয়ে বেশি প্রয়োজন। এই এলাকার মানুষ অনেক বেশি নিপীড়িত।
তিনি আরও বলেন, গত ৫৩ বছর কেউ আপনাদের নিয়ে ভাবেননি। এ ওয়ার্ডে যখনই আসতাম শুনতাম পানিতে নাকি চিংড়ি পাওয়া যায়। আগামীতে পানি থাকবে মিনারেল ওয়াটারের মতো। যদি আপনারা তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে পারেন, ইনশাআল্লাহ সকল কিছুই ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এই ওয়ার্ডের কিছু সমস্যা আছে। আমি জনগণের সাথেই থাকতে চাই। এ ওয়ার্ডের মাদক পরিস্থিতি আপনার সন্তানদের ক্ষতি করছে। ভবিষ্যতে এর পরিণাম ভালো হবে না। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ওয়ার্ডে ক্লিনিক করা হবে, যাতে করে মানুষকে চিকিৎসার জন্যে নতুন বাজার যেতে না হয়। আর সেই ক্লিনিকে চাকরি করবেন এই ওয়ার্ডের শিক্ষিত সন্তানরাই। এই ওয়ার্ডের অনেক মানুষ নিপীড়িত। আপনারা যদি ভালো কোনো কাজের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসেন, তাহলে আমরা আপনার জন্যে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দেবো। আমাদের নেতা তারেক রহমান চান উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্যে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, শাহজালাল শেখ, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ বেপারী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারী, সাধারণ সম্পাদক মো. দুলাল খান, সিনিয়র সহ-সভাপতি মো. রব মিজি, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর থানা যুবদল নেতা জুলহাস আহমেদ জুয়েল, বিএনপি নেতা মহসিন পাটওয়ারী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ফয়সালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।







