মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:২৩

নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ

চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের!

-------মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের!
হাইমচরের বিচ্ছিন্ন এক জনপদ নীলকমল ইউনিয়নের মেঠোপথ মাড়িয়ে এভাবেই সাধারণ মানুষের কাছে ছুটে যান মোমবাতির প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। সম্প্রতি তিনি নীলকমল ইউনিয়নের ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এসব ওয়ার্ডের মাঝিরবাজার, সিকদারটেক, মধ্যচর বাজার ও সাহেবগঞ্জ বাজার এবং এর আশপাশের গ্রামে গণসংযোগ করেন। গ্রামীণ মেঠোপথ ধরে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে মোমবাতি মার্কায় ভোট চান। নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে তিনি মোমবাতি মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে চরাঞ্চলের মানুষের মানবেতর জীবনযাপন দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলেন। যে মানুষগুলো মৌলিক চাহিদা থেকে আজীবন বঞ্চিত হয়ে আসছে। এই মানুষগুলোর ভাগ্যে সুচিকিৎসা তো দূরের কথা, ন্যূনতম চিকিৎসাও জোটে না। শিক্ষারও নেই কোনো ব্যবস্থা। প্রাইমারির গণ্ডিও অনেক শিশু পার করতে পারে না শিক্ষার সুযোগ সুবিধার অভাবে। নেই কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র। নেই কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে শিক্ষা গ্রহণের কোনো সুযোগ। এভাবেই তারা মৌলিক অধিকার সমূহের অন্যতম শিক্ষা ও চিকিৎসা থেকে আজীবন বঞ্চিত হয়ে আসছে। শিক্ষার অভাবে মেয়েদের প্রাইমারির গণ্ডিতে থেকেই বিয়ে হয়ে যায়, আর ছেলেরা ১২, ১৩ বছর থেকেই শারীরিক পরিশ্রমের উপার্জনে চলে যায়। জরুরি এবং জটিল কোনো অসুখ বা অসুস্থ হলে চিকিৎসা নিতে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে চাঁদপুর আসতে হয়। অথচ সরকার আসে আর যায়, তাদের এমন মানবেতর জীবনযাপনের অবস্থার পরিবর্তন ঘটে না। চরাঞ্চলের সহজ সরল মানুষগুলোকে শুধু আশ্বাসের বাণীই শুনিয়ে গেছে বিগত সরকারগুলো। মনের দিক থেকে এসব সোনার মানুষগুলোর সাথে করেছে শুধু প্রতারণা। অথচ সমন্বিত উদ্যোগে সুদূরপ্রসারী পরিকল্পনা নেয়া হলে চরের মানুষদের এসব দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেয়া যেতো। তিনি ভবিষ্যতে চরের মানুষের জীবনযাত্রার উন্নয়ন নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। আর এই লক্ষ্যে মোমবাতি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবিরসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়