মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:২১

চাঁদপুর স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চাঁদপুর স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু
চাঁদপুর স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে চাঁদপুরে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় নোয়াখালী ও খাগড়াছড়ি জেলা ক্রিকেট দল। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবেক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দীন এবং জেলার ক্রিকেট কোচ শামিম ফারুকী। এ সময় অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তা, খেলোয়াড়সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ির সঙ্গে ২০ রানে জয়লাভ করে নোয়াখালী জেলা ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়