মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:০০

ফরিদগঞ্জে গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন

নুরুল ইসলাম ফরহাদ।।
ফরিদগঞ্জে গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন
দোয়ার মাধ্যমে ফরিদগঞ্জে গণঅধিকার পরিষধের অফিস উদ্বোধন করা হয়।

ফরিদগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) রাতে ফরিদগঞ্জ সদরে রূপসা রাস্তার মাথায় অফিস উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের চাঁদপুর জেলা শাখা কমিটির সদস্য সচিব মো. মাহমুদুল হাসান।

যুব অধিকার পরিষদ ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আরিফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক কাজী রাসেল। জেলা কমিটির সদস্য সচিব মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী সাংবাদিক জাকির হোসেন, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী বিএম গোলাপ হোসেন, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ পৌর কমিটির সভাপতি মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নেতা হাসান মিজি, ইব্রাহিম তালুকদার, জালাল আহমেদ শাওন, এইচ এম শরীফ হোসেন, আল আমিন সুমন, জহিরুল ইসলাম, শরিফ হোসেন, আবু জাফর ও শাহ পরান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়