প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৫৬
চাঁদপুর শহরে ধানের শীষের পক্ষে জমিয়তের প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
|আরো খবর
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের বিটি রোড ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলামের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে আলেম-ওলামার পক্ষে সমর্থন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া জরুরি। তারা বলেন, শেখ ফরিদ আহমদ মানিক একজন যোগ্য ও পরীক্ষিত নেতা, যিনি গরীব, দুঃখী ও অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি আলেম সমাজেরও ঘনিষ্ঠ সহচর। এ কারণেই আলেম-ওলামারা ধানের শীষের পক্ষে এবং মানিকের সমর্থনে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন।
বক্তারা আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমদ মানিককে বিজয়ী করা গেলে চাঁদপুর-৩ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা, জেলা যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা মাজহারুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মুফতি সাব্বির আহমদ, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, জমিয়ত সদস্য মাওলানা আরাফাত বিন আনোয়ারসহ অন্য নেতৃবৃন্দ।








