প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪১
শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে পোলিং এজেন্ট ট্রেনিং
ব্যালট ভাঁজ করার সময় যাতে কালি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে
-------সাবেক সচিব মো. জামাল হোসেন মজুমদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে পোলিং এজেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় মুনিরা ভবনে নির্বাচন পরিচালনা কমিটি চাঁদপুর -৩-এর আয়োজনে এই পোলিং এজেন্ট ট্রেনিংয়ে
চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়ন ও চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ড এবং হাইমচরের ১৪ টি ইউনিয়নের
পোলিং এজেন্টরা অংশ নেন। এদেরকে ট্রেনিং দেন সাবেক সচিব ও সাবেক জেলা প্রশাসক এবং সাবেক ছাত্রনেতা ও প্রশিক্ষকদের দলনেতা (কুমিল্লা ও চাঁদপুরের ১৬ টি আসনের দায়িত্বপ্রাপ্ত), বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষক মো. জামাল হোসেন মজুমদার।চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিমের সভাপতিত্বে ট্রেনিং সঞ্চালনা করেন ট্রেইনার এনায়েত উল্লা খোকন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষক টিমের সদস্য সুমাইয়া বিনতে হোসাইন, এনামুল হক শামীম, হাওয়া আক্তার তোহা, শিল্পী রেজা সহ বিএনপির নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষক মো. জামাল হোসেন মজুমদার বলেন, সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে ভোট দেওয়ার জন্যে। কোনো নারীকে সন্দেহ হলে তার বোরকার মুখ খুলে তার চেহারা দেখে নিয়ে ব্যালট ইস্যু করতে হবে। ব্যালট ভাঁজ করার সময় যাতে কালি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ভোটের শুরুতেই বক্সে চারপাশে তালা থাকবে, সেই বক্সের নাম্বারগুলো লিখে রাখতে হবে।








