প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮
চাঁদপুরে হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর সদর উপজেলায় তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে তারবীয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা মিলনায়তনে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষা উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম ছালেহী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আক্বিদাভুক্ত হিফজুল কোরআন মাদরাসার কোমলমতি ছাত্রদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সে লক্ষ্য অনুযায়ী হাফেজ কল্যাণ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. নেছারুদ্দীন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ, দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হাফেজ কল্যাণ ফউন্ডেশনের চাঁদপুর জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা দ্বীন ইসলাম, তারবীয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সংগঠনের জেলা হিফজ শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা মো. শরীফ বিন ইউনুসসহ আরো নেতৃবৃন্দ। ২০ ফেব্রুয়ারি নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।








