রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২২:৪৫

শাহরাস্তি পৌর এলাকায় দিনব্যাপী গণসংযোগ

বিএনপি ক্ষমতায় গেলে কারো বিরুদ্ধে হয়রানি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করতে দেয়া হবে না

.... ... ইঞ্জিনিয়ার মমিনুল হক

মো. মঈনুল ইসলাম কাজল।।
বিএনপি ক্ষমতায় গেলে কারো বিরুদ্ধে হয়রানি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করতে দেয়া হবে না
ক্যাপশন - সকল ভেদাভেদ ভুলে একমঞ্চে শাহরাস্তি উপজেলা বিএনপি। শনিবার বিকেলে ৮ নং ওয়ার্ড আয়োজিত পথসভায় ইঞ্জিনিয়ার মমিনুল হককে ফুল দিয়ে বরণ করেন সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী। বাম পাশে পথসভায় নারীদের ব্যাপক উপস্থিতির দৃশ্য।

আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জেলে যেতে হবে না। আমরা এ ধরনের বাংলাদেশ চাই না। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ইমাম-মোয়াজ্জিনের বেতন নির্ধারণ করা হবে। নারীদের জন্যে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্যে কৃষি কার্ড চালু করা হবে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী শাহরাস্তি পৌরসভার

১১টি ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি এক কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করবেন। আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা প্রবর্তন করবো। যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনাদের সমস্যা সমাধানের জন্যে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। ভোট কেন্দ্রে যাদের উপস্থিতি বেশি থাকবে এবং ধানের শীষ যেখানে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হবে, সেখানে আপনাদেরকে পুরস্কৃত করা হবে।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, বিএনপির নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার প্রমুখ।

বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত শাহরাস্তি পৌর এলাকায় প্রায় ১১টি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় বিপুলসংখ্যক নারীর উপস্থিতি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়