প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২২:৪৫
শাহরাস্তি পৌর এলাকায় দিনব্যাপী গণসংযোগ
বিএনপি ক্ষমতায় গেলে কারো বিরুদ্ধে হয়রানি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করতে দেয়া হবে না
.... ... ইঞ্জিনিয়ার মমিনুল হক

আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জেলে যেতে হবে না। আমরা এ ধরনের বাংলাদেশ চাই না। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ইমাম-মোয়াজ্জিনের বেতন নির্ধারণ করা হবে। নারীদের জন্যে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্যে কৃষি কার্ড চালু করা হবে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী শাহরাস্তি পৌরসভার
|আরো খবর
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, বিএনপির নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার প্রমুখ।
বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত শাহরাস্তি পৌর এলাকায় প্রায় ১১টি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় বিপুলসংখ্যক নারীর উপস্থিতি ঘটে।








