রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২২:০৯

চাঁদপুর রোটারী ক্লাব ও বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি (২০০২-০৪)-এর উদ্যোগ

দু শতাধিক রিকশা ও অটোরিকশা চালকের মাঝে জ্যাকেট বিতরণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দু শতাধিক রিকশা ও অটোরিকশা চালকের মাঝে জ্যাকেট বিতরণ

চাঁদপুরে শীতার্ত যানবাহন চালকদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর রোটারী ক্লাব ও বন্ধু ব্যাচ ‘ইলিশের বাড়ি চাঁদপুর (২০০২-০৪)'। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ রোটারী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দু শতাধিক রিকশা ও অটোরিকশা চালকের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি জ্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, তীব্র শীতের মধ্যে রিকশা ও অটোরিকশা চালকরা জীবিকার তাগিদে সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করতে বাধ্য হন। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করতেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর রোটারী ক্লাবের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই রোটারীর অন্যতম লক্ষ্য। শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বন্ধু ব্যাচ ‘ইলিশের বাড়ি চাঁদপুর’-এর প্রতিনিধিরা বলেন, বন্ধুত্বের বন্ধন থেকেই সামাজিক দায়বদ্ধতার জায়গা তৈরি হয়। সেই দায়বদ্ধতা থেকেই রিকশা ও অটোরিকশা চালকদের জন্যে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

শীতবস্ত্র পেয়ে রিকশা ও অটোরিকশা চালকরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, এই হুডিগুলো শীতের রাতে কাজ করার সময় অনেক উপকারে আসবে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই পারে প্রকৃত সামাজিক পরিবর্তনের পথ তৈরি করতে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, সাবেক সভাপতি রোটা. তমাল কুমার ঘোষ, রোটা. অধ্যাপক মো. জাকির হোসেন, রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটা. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, রোটা. খোরশেদ আলম পাটোয়ারী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. অ্যাড. পলাশ মজুমদার, সহ-সভাপতি রোটা. উজ্জ্বল হোসাইন, রোটা. মাহবুবুর রহমান সুমন, সেক্রেটারি রোটা. নাজিমুল ইসলাম এমিল, জয়েন্ট সেক্রেটারী ও বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি চাঁদপুর (২০০২-০৪)-এর গ্রুপ ক্রিয়েটর ও এডমিন রোটা. হাবিবুর রহমান পাটোয়ারী, সদস্য রোটা. মো. মহসীন ভূঁইয়া, রোটা. রাসেল সালাউদ্দিন, রোটা. অ্যাড. মাসুদ রানা, রোটা. আলমগীর হোসেন মিয়াজী, বন্ধু ব্যাচের মাহবুবুল আলম স্বপন, মো. আবুল বাশার, মো. ফয়সাল খান, মো. দুখু মিয়া প্রমুখ।

শীতবস্ত্র বিতরণে অর্থায়ন করেন চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যবৃন্দ ও বন্ধু ব্যাচের বন্ধুরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়