সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬

চাঁদপুর মুক্ত দিবস উদযাপিত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর মুক্ত দিবস উদযাপিত
চাঁদপুর মুক্ত দিবসে বেলুন উত্তোলন এবং অঙ্গীকার পাদদেশে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জেলা প্রশাসক।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধায় চাঁদপুর মুক্ত দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে মুক্তিযোদ্ধারা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের শহীদ স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’-এর সামনে গিয়ে সমবেত হয়। পরে এক এক করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জামায়েতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে শহীদদের প্রতি পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। পরে শহীদ ও তাদের পরিবারের জন্যে দোয়া ও মুনাজাত করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে 'অঙ্গীকার' বেদীতে চাঁদপুর মুক্ত দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, আমি এ জেলায় নতুন এসেছি। আমার সময় চাঁদপুর মুক্ত দিবসে প্রথমবার উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করছি। এই দিবস শুধু মুক্তির ইতিহাস স্মরণ করায় না, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করারও নতুন অনুপ্রেরণা দেয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল আলম রব, সদস্য সচিব মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, অজিত সাহা, জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়