প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪৯
শ্রমিক দলের সিএনজি মালিক ঐক্য পরিষদের নতুন কমিটির পরিচিতি, দোয়া ও আলোচনা সভা

জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সিএনজি মালিক ঐক্য পরিষদের নতুন কমিটির পরিচিতি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে জেলা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের পর সিবিএ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম বাদল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেরে ফেলার পরে সাধারণ মানুষ যেভাবে কেঁদেছিলো, একইভাবে এখন সারা বাংলাদেশ বেগম খালেদা জিয়ার অসুস্থতা থেকে মুক্তির জন্যে দলমত নির্বিশেষে সকলে দোয়া করছেন। আমরাও চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে নেক হায়াত নিয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এখন কমিটি দেয়ার সময় নয়, আমাদের নেত্রী জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তবুও সামনে যেহেতু নির্বাচন আমাদের বসে থাকলে চলবে না।নবনির্বাচিত কমিটি মাঠে সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, চাঁদপুর জনতা ব্যাংক সিবিএ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন মিয়াজী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আউয়াল ফরাজী।
এছাড়া উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ বেসিক ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক কামাল মাল, বিদ্যুৎ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সিএনজি মালিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ফারুকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। শেষে মো. জব্বার ঢালীকে সভাপতি, নয়ন মাহমুদ ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, আউয়াল ফরাজীকে সাধারণ সম্পাদক এবং মো. ফারুক বেপারীকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।








