প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫
সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর এলাকায় বাঁশের সাঁকো থেকে পানিতে পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে। জানা যায়, নানুপুর খান বাড়ির বাকপ্রতিবন্ধী মোহাম্মদ খানের ৫ বছর বয়সী শিশু পুত্র মেহেদী খান পরিবারের অগোচরে তাদের পাশের নতুন বাড়িতে যাওয়ার জন্যে বাঁশের সাঁকোতে উঠে। সাঁকো পার হতে গেলে সে পা ফসকে খালের পানিতে পড়ে যায়। মেহেদী পানিতে পড়ে যাওয়ার বিষয়টি তার পরিবারের কেউ জানতো না। অনেকক্ষণ ধরে শিশু মেহেদীকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে। দুপুর একটার দিকে শিশু মেহেদীকে ওই খালের পানি থেকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান শিশুটিকে মৃত ঘোষণা করেন।