প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়ার আয়োজন

ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবী করিম (সা.)-এর জীবনী, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক সেলিম সরকার এবং সঞ্চালনা করেন ফিল্ড অফিসার সালাউদ্দিন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ । মুখ্য আলোচক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ইফা চাঁদপুর-এর ফিল্ড অফিসার বিল্লাল হোসেন। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিফজুল কুরআন গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান দেওয়ান ও জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের শিক্ষা হলো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।
ইফা উপ-পরিচালক সেলিম সরকার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ তুলে ধরে বলেন, তাঁর জীবনধারাই মানবতার সর্বোত্তম দৃষ্টান্ত । তিনি দুনিয়ার সকল মানুষের জন্যে শান্তি, ন্যায় ও সাম্যের বার্তা নিয়ে এসেছিলেন।
দেশবাসীর মঙ্গল কামনায় আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।