মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর  জন্মদিনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাস্ক বিতরণ
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাস্ক বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১.৩০ মিনিটে শহরের পুরাতন বাসস্যান্ড সংলগ্ন মাঠে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার। এসময় তিনি বলেন সুস্থ থাকতে মাস্ক পড়ার বিকল্প নাই। আমাদের প্রতিদিনের জীবন যাত্রায় অবশ্যাই সচেতন হতে হবে। মনে রাখতে হবে করোনার প্রভাব থেকে আমরা এখনো মুক্ত হতে পারি নাই। আমরা করোনার কারনে আমাদের অনেক কাছের মানুষকে হারিয়েছি।তাই আমাদের সকলের উচিত করোনার মহামারি সম্পর্কে সচেতন হওয়া।আমরা কারো সাথে হেন্ডসেক করবো না।আমাদের প্রতিদিনের জীবন যাত্রায় সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রাত্যহিক কাজ করতে আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুর রশিদ। মাস্ক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।এছাড়াও উপস্থিত ছিলো ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান,ইন্সপেক্টর বাপন সেন,উপ-পরিদর্শক পিয়ার হোসেন,সহকারী উপ-পরিদর্শক মোঃ আশরাফ আলী,জাহাঙ্গীর হোসেন, নাজিয়া আরেফিন,নুরুল অফিসার,শরীফুর ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বাস চালক,সিএনজি চালক,অটো চালকসহ পথচারীসহ প্রায় ৫' শতাধিক মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়