প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭:২০
পুরাণবাজারে বিএসটিআই'র অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরাণবাজারে বিএসটিআই-এর মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
|আরো খবর
রোববার (১০ আগস্ট ২০২৫) জেলা প্রশাসন , চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা-এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদন এবং বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ব্যতীত মিথ্যা তথ্য প্রদান করে উক্ত পণ্যসমূহ বিক্রয় ও বিতরণের অপরাধে মেসার্স সিটি ফুড প্রোডাক্ট, মেরকাটিজ রোড, পুরাণবাজার, সদর , চাঁদপুর কে বিএসটিআই আইন ২০১৮-এ দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লোহারপুল মেসার্স আদি মিষ্টি মেলা প্রতিষ্ঠানটিতে ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে বিএসটিআই'র মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'-এর ৪১ ধারা অনুযায়ী দু হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া রয়েজ রোডের মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই'র মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'-এর ৪১ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন, চাঁদপুর-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক এবং মো. আনিসুর রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এবং মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।