সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৭:৩২

হাজীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হাজীগঞ্জে ফাতেমা আক্তার প্রিয়া (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের প্রবাসী স্বামী আল আমিন প্রবাস থেকে সম্প্রতি দেশে আসার কয়েকদিন পর এমন ঘটনায় এলাকায় নানান কথা প্রচার হচ্ছে। বোরবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।

নিহত প্রিয়া একই উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের মিজি বাড়ির সোলেমান মিয়ার মেয়ে।

নিহত নারীর এক ভাই কামাল হোসেন জানান, আমার বোনের ঘরে কোনো সন্তানাদি নেই।কিছুদিন আগে বোনজামাই প্রবাস থেকে দেশে আসে। এর মধ্যে বোনজামাইযের পরকীয়ার বিষয়টি বোন জানতে পারে। এ নিয়ে গত শনিবার তাদের মধ্যে ঘরে বাকবিতণ্ডা হয়। আর তা থেকে বোনকে নির্যাতন করে টানিয়ে ফেলে রাখে আল আমিন।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার জানান, খবর পেয়ে আমি ওখানে গিয়ে দেখি, লাশ নিতে পুলিশ এসেছে। আর বাড়িতে লোকে লোকারণ্য। তিনি আরো জানান, আমি গিয়ে দেখি লাশটি মেঝেতে শোয়ানো ছিলো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি। আর আমরা একটি ইউডি মামলা করেছি। ময়না তদন্তের রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়