রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ২০:৪১

ঘিলাতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মো. শহিদ উল্লাহর বিদায় সংবর্ধনা

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
ঘিলাতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মো. শহিদ উল্লাহর বিদায় সংবর্ধনা

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মো. শহিদ উল্লাহর বিদায় সংবর্ধনা বুধবার (২৫ জুন ২০২৫) সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মাও. আবুল বাশারের সভাপ্রধানে এবং সহকারী অধ্যাপক মাও. মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাও. মো. শহিদ উল্লাহ। আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাও. মো. আবুল কাশেম, বিদায়ী সহকারী শিক্ষক মো. শহিদ উল্লাহ ও বিশিষ্ট সমাজসেবক মো. সোহাগ বকাউল, মো. আজহার মজুমদার। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো. নেছার উদ্দিন ও মো. সাইফুল ইসলাম। বক্তাগণ বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের বিভিন্ন অবদান তুলে ধরেন।

সংবর্ধনা শেষে বিদায়ী সহকারী শিক্ষক মো. শহিদ উল্লাহকে মাদরাসার পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। মাদরাসার অধ্যক্ষ মো. আবুল বাশার বিদায়ী সহকারী শিক্ষককে একটি প্রাইভেট গাড়িতে করে তাঁর নিজ বাড়ি একই উপজেলার নারায়ণপুর পৌরসভার চাউলহাটা গ্রামে পৌঁছে দেন।

ঘিলাতলী কামিল মাদরাসার অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক মো. শহিদ উল্লাহ ১ জুলাই ১৯৮৭ সালে অত্র মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বিরতিহীনভাবে এই মাদ্রাসায় ২৪ সেপ্টেম্বর ২০২৪ সাল পর্যন্ত ৩৭ বছর শিক্ষকতা জীবন শেষ করে অবসরে যান। এক প্রতিক্রিয়ায় তিনি মাদরাসার দীর্ঘদিনের সহকর্মীদের কাছ থেকে এমন সম্মানজনক বিদায় লাভ করায় মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন। অবসরকালীন সময়ে সুস্থ জীবন যাপনের জন্যে তিনি সকলের দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়