বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ২০:০১

শাহরাস্তি প্রেসক্লাবের দুই বছরের আয়-ব্যয়ের হিসাব‌‌‌ প্রকাশ্যে উপস্থাপন

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি প্রেসক্লাবের দুই বছরের আয়-ব্যয়ের হিসাব‌‌‌ প্রকাশ্যে উপস্থাপন

সকল সদস্যের উপস্থিতিতে প্রকাশ্যে উপস্থাপন করা হয়েছে শাহরাস্তি প্রেসক্লাবের বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব‌‌‌। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) রাতে হিসাব উপস্থাপন করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. জামাল হোসেন। এ সময় তিনি জানান, বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর বিগত দুই বছরে প্রেসক্লাবের আয় হয়েছে ৪১ লাখ ৬৩ হাজার ৯ শত ৭৭ টাকা। প্রেসক্লাবের সম্পত্তি ক্রয়, আনন্দ ভ্রমণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বকেয়া দেনা পরিশোধ, ইফতার মাহফিল, দলিল হস্তান্তর অনুষ্ঠান সহ ব্যয় হয়েছে ৪০ লাখ ৫৮ হাজার টাকা।

২০২৫ সালে শাহরাস্তি প্রেসক্লাবের আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লক্ষ টাকা।

হিসাব উপস্থাপন উপলক্ষে ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়-ব্যয় হিসাবের অডিটর, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, সর্বাধিক স্বচ্ছতার সাথে হিসাব প্রস্তুত করা হয়েছে। যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান ইচ্ছে করলে প্রেসক্লাবের হিসাব দেখতে পারবেন। তিনি জানান, প্রেসক্লাবের ইতিহাসে এমন উন্নয়ন কখনো হয়নি।

সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন বলেন, বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক কাজ করে যাচ্ছে। যা আগামীতে ইতিহাস হয়ে থাকবে।

সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল বলেন, প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণ করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। প্রেসক্লাবের সকল সদস্যের আন্তরিক সহযোগিতার কারণে উন্নয়ন করা সম্ভব হয়েছে। এখন থেকে প্রেসক্লাবের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্দিষ্ট সময়েই দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়