বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩

হাজীগঞ্জে নবাগত ইউএনও’র যোগদান

হাজীগঞ্জে নবাগত ইউএনও’র যোগদান
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ইবনে আল জায়েদ হোসেন যোগদান করেছেন। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে নতুন কর্মস্থল হাজীগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। এরপর তিনি রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও সর্বশেষে তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষরিত পত্রে হাতিয়া উপজেলা থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে বদলি করা হয়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় ইবনে আল জায়েদ বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। এ জন্যে সকলের সহযোগিতা চাই।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন হাজীগঞ্জের নবাগত ইউএনও ইবনে আল জায়েদ হোসেন। ছবি : সংগৃহীত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়