বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৭:১৬

চাঁদপুরে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁদপুরে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার

চাঁদপুরে

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালন এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের

প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর ২০২৩ তারিখ শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালন এবং মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মহোদয়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ সহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।

সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন সফল ও সার্থক করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়