বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৪:০৫

মতলবে রক্তকনা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

মতলবে রক্তকনা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
মুহাম্মদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকনা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে। গত ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার নারায়ণপুর টাওয়ার হাসপাতালে রক্তকনা ফাউন্ডেশন ও উক্ত হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় এ ফ্রী মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. ইব্রাহিম খলিল। এছাড়া টাওয়ার হাসপাতালের তত্ত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। রক্তকনা ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসান সিফাত জানান, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস সংক্রান্ত সেবা প্রার্থী ৭৬ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এছাড়া মোট ৯৩ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ সময় রক্তকনা ফাউন্ডেশনের সদস্য সাব্বির, মাসুদ রানা, আহসান হাবীব, সুমাইয়া, সাজ্জাদ হোসেন নাবিল, রিদোয়ান আহমেদ রিফাত উপস্থিত ছিলেন।

পরে টাওয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম শেখ ও রক্তকনা ফাউন্ডেশনের সদস্য বৃন্দ সেবা প্রদানকারী ডা. মো. ইব্রাহিম খলিলকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

মানব কল্যাণে এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন স্বেচ্ছাসেবীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়