প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ১৬:৪২
পানির স্রোতে দেবে গেছে খালের সেতু

মতলব পৌরসভার ৫নং ওয়ার্ডের শোভনকর্দী-বরদিয়া সড়কের মিয়াজী বাড়ী সংলগ্ন কালভার্টটি পানির প্রবল স্রোতে দেবে গেছে। আজ ১৪ আগস্ট সকালে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ করে গত কয়েকদিন যাবৎ জোয়ারে পানি বৃদ্ধি পেতে থাকে। আজকে পানির প্রবল স্রোতে মিয়াজী বাড়ী সংলগ্ন কালভার্টটি এক পাশে দেবে যায় এবং দুই পাশের মাটি সরে যায়। ফলে ওই রাস্তায় জনসাধারনের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। যে কোন মুহুর্তে কালভার্টটি ভেঙ্গে পড়ে যেতে পারে। স্থানীয় কাউন্সিলর ওয়াজ উদ্দিন প্রধান জানান, কালভার্ট দেবে যাওয়ার ঘটনাটি জানতে পেরে ওই এলাকায় গিয়ে দু’পাশের যান ও জনসাধারনের চলাচলে সতর্ক করেছি। অচিরেই চলাচলের ব্যবস্থা করা হবে।