প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ২০:২২
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋণ বিতরণ

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমিতির অধিনস্থ ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এর পশ্চিম হাঁসা প্রাথমিক সমবায় সমিতির ১০ জন সদস্যদের মাঝে ৩ লক্ষ টাকা আবর্তন কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋণ বিতরণ করা হয়।
|আরো খবর
ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, পরিচালক মামুনুর রহমান পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী, পরিদর্শক আজাদুর রহমান, শফিকুর রহমান, হাসা কে এস এর ম্যানেজার মো: ইব্রাহিম মিয়া।
ঋণ বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য ঋণ বিতরণ ব্যবস্থা খুব সহজ করে দিয়েছেন। কারন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অধিনস্থ প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা শুধু মাত্র ছবি আর ভোটার আইডিকার্ডের কপি দিয়ে ঋণ নিতে পারছেন কোনো রকম জামানত ছাড়া।
আমরা চাই আপনারা সঠিক সময়ে ঋণের টাকা পরিশোধ করুন। ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত এই ঋণ গ্রহণ করার সুযোগ রয়েছে। আপনারা এই ঋণ নিয়ে ফসল উৎপাদন করে আবার সঠিক সময়ে ঋণপরিশোধ করবেন। তাহলে ঋণ খেলাপী হওয়ার আশংকা থাকবে না।
আপনাদের ঋণ আবেদন পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আমরা ঋণ বিতরণ করলাম। আপনারা স্বাবলম্মবী হলেই আমাদের স্বার্তকতা। আজকে আপনারা সমিতির ৮ জন পুরুষ আর ২ জন নারী সদস্য ঋণ পেলেন, সামনে নারীদের স্বাবলম্বী করতে হলে তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে, সরকারের দেয়া এই ঋণ নিয়ে উদ্যোগতা হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। নারী-পুরুষ সমতা আসলেই সমাজ এগিয়ে যাবে।