বুধবার, ২০ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০১

ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
শামীম হাসান

ফরিদগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ৮৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৯ই ফেব্রুয়ারি (বুধবার) সকালে প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব বিল্লাল হোসেন পাটওয়ারী।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের কল্যানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংগঠনটি। তার মধ্যে অন্যতম হলো প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড অর্জন। সহকারী শিক্ষকদের ১৮ তম গ্রেড থেকে পর্যায়ক্রমে ১৩ তম গ্রেডে উন্নিত হয়েছে। আগামী দিনেও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখানে, সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মোস্তফা তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক জনাব হাছিনা আক্তার।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আলমগীর হোসেন তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্ধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়