প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২০:৩১
কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল
জুলুম, দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

কচুয়ায় ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ৩টি দল যারাই বিগত দিনে দেশ শাসন করেছে, তারাই সততার পরীক্ষায় ফেল করেছে । ব্যর্থদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশ জামায়েতে ইসলামীসহ ১১ দলীয় জোট দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়তে চায়। আগামীতে জুলুম, দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে
|আরো খবর
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি চাঁদপুর-১ (কচুয়া) আসনের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফির হাতে
দাঁড়িপাল্লা ও চাঁদপুর-৫ আসনের এলডিপির ড. নেয়ামুল বশিরের হাতে ছাতা প্রতীক তুলে দেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
উপজেলা জামায়াতের আমীর অ্যাড. আবু তাহের মেসবাহ'র সভাপতিত্বে ও নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর-৩ আসনের প্রার্থী মো. শাহজাহান মিয়া, চাঁদপুর-৫ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ড. নেয়ামুল বশির, এনসিপি জেলা সমন্বয়ক মাহবুব আলম, উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।







