শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৬:১৮

বিএনপিতে কোনো লুটেরা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই হবে না ঃ সাবেক এমপি মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী
বিএনপিতে কোনো লুটেরা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই হবে না                                            ঃ সাবেক এমপি মো. হারুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ বলেছেন, যখন কোনো কর্মীকে বুকে জড়িয়ে ধরি, তখন মনে হয় আমি সার্থক। দীর্ঘ পথের ক্লান্তি ভুলে নতুন করে পথ চলতে শক্তি পাই। এজন্যেই বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি। গত ১৭/১৮ বছরে একটি বারের জন্যেও তৃণমূলের নেতাকর্মীদের ভুলে যাইনি, তাদের পাশে ছিলাম। আমি মানুষকে ভালোবেসে মানুষের পাশে থেকেছি। দলের পদ নিয়ে চিন্তা করিনি। আমি কোনো দুর্নীতি করিনি, তাই আমাদের দলে কোনো দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। তবে দলের মধ্যে ঘাপটি মেরে কারা কী করছেন, তা তারেক রহমানসহ সকলেই অবগত রয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার দল বিএনপিতে কোনো লুটেরা, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই হবে না।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ দেশের জনগণ যদি সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে জনগণের প্রকৃত প্রতিনিধিরাই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারবে। জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য স্বৈরাচারের পতন ঘটিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই সেটি সম্ভব। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফাতে সেই কথাই বলা হয়েছে। তাঁর নির্দেশনা মোতাবেক আমরা শুধু নিজেদের নির্বাচনী এলাকা নয়, সমগ্র বাংলাদেশ চষে বেড়াচ্ছি মানুষকে নিশ্চিত করতে, আগামীতে আর কোনো প্রহসন নির্বাচন করতে দেবে না বিএনপি। জনগণের ভোটের অধিকার রক্ষা বিএনপির প্রধান কাজ। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজেও জনগণের শক্তির উপর বিশ্বাসী ছিলেন, যার কারণে তাঁর হাতে গড়া দল বিএনপি আজ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল।

গণসংযোগ ও পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, প্রবাসী বিএনপি নেতা শরীফ খান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, বিল্লাল হোসেন খান, দিদারুল আলম ভূঁইয়া, আ. হান্নান পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, ছাত্রদল নেতা মনির হোসেন, হোসেন আহাম্মদ, যুবদলে নেতা সোহেল সর্দার।

এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি দিনব্যাপী গণসংযোগ ও পথসভার পাশাপাশি ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতৃবৃৃন্দের কবর জিয়ারত করেন এবং আপামর জনগণের সাথে কথা বলে বিএনপির ৩১ দফার পক্ষে থাকার ও ধানের শীষের পক্ষে কথা বলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়