শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২১:৪৩

মতলব উত্তরের ভাইরাল হওয়া খুদে ফুটবলারের বাড়িতে এসে সাবেক জাতীয় ফুটবল তারকা আমিনুল বললেন

সোহানের ফুটবলশৈলীর ভিডিও দেখে তারেক রহমান খুবই মুগ্ধ

মাহবুব আলম লাভলু
সোহানের ফুটবলশৈলীর ভিডিও দেখে তারেক রহমান খুবই মুগ্ধ

সাফজয়ী ও দেশসেরা সাবেক ফুটবলার এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, সারাদেশে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মতলব উত্তরের সোহানের ফুটবলশৈলীর ভিডিও দেখে আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান খুবই মুগ্ধ। তিনি আমাকে এখানে পাঠিয়েছেন ও নির্দেশ দিয়েছেন, সরজমিনে ওর প্র্যাকটিস দেখে তৃণমূলের তাকে নিয়ে আগামীদিনে যা যা করা যায় তাই যেনো করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানীতে সোহেল প্রধানের সাড়ে ৫ বছরের শিশু সন্তান সোহানের ফুটবল প্র্যাকটিসের ভাইরাল হওয়া ভিডিও দেখে বিএনপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তারেক রহমানের নির্দেশে সরজমিনে এসে জনাব আমিনুল হক উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশানুযায়ী আপনাদের এই সন্তানের দায়দায়িত্ব আমরা নেবো ইনশাআল্লাহ। আপনারা ওর জন্যে দোয়া করবেন, ও যেনো ফুটবলের জাতীয় পর্যায়ে ভালো কিছু করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বর্তমান সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ও চাঁদপুর-২ সংসদীয় আসন‌ (মতলব উত্তর-দক্ষিণ)-এর এমপি মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রধান সমন্বয়ক (সাবেক) আনোয়ারুজ্জামান আনোয়ার, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমেদ সরকার, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য অ্যাড. মফিজুল ইসলাম, তোফায়েল মিয়া প্রমুখ।

এর আগে সোহানের বাড়িতে এসে সোহান ও তার পরিবারের খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়