প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬
গাউসিয়া কমিটি নিউইয়র্কের পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আওয়াল) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে সন্ধ্যা সাড়ে ৭টায় গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখা, ইউএসএ'র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
কর্মসূচি হিসেবে ছিলো জিকিরে মোস্তফা মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনী শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিল এবং জিকিরে সামা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখা, ইউএসএ'র ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এমদাদুর রহমান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারী মোহাম্মদ ফারুক, মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ হেলাল উদ্দিন মাহমুদ। আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি হাজী মো. নাদের এবং সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল ।
অনুষ্ঠানে বিদ্রাহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে প্রশংসিত হয়েছেন সাংবাদিক পলাশ নন্দী। অনুষ্ঠানে জিকিরে নাতে মোস্তফা মাহফিল পরিবেশন করা হয় ।অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বাপসনিউজ এডিটর ও জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম-এর প্রধান সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, কামাল হোসেন মিঠু, নাজিম উদ্দিন, মাসুদ সিরাজী, জসিম উদ্দীন, আবদুল হামিদ, রুমি চৌধুরী, মনির হোসেন, সালাহউদ্দিন, জামাল, আসাদ হোসেন, হেলাল উদ্দিনসহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও প্রার্থনা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয় ।
অনুষ্ঠানে মহানবীর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়াবলি নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ব মানবতার শান্তি, দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।