সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭

কুমিল্লায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার মূল আসামি গ্রেফতার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কুমিল্লায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার মূল আসামি গ্রেফতার

গত ১০ অক্টোবর ২০২৫ কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর সাকিনস্থ শিকদার বাড়িতে জামাতা কর্তৃক শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, জামাল উদ্দিন সুফিয়া বেগমের (৭০) মেয়ের জামাই। ঘটনার দিন জামাল তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে তার স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে। এক পর্যায়ে তার মেয়ে মারিয়া আক্তার (১৭)কে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করে। এ সময় মারিয়া আক্তার মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। তখন পরিবারের অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনাটি জামালের শাশুড়ি জানতে পেরে জামালের বাড়িতে আসেন এবং তার মেয়েকে মারার কারণ জামালকে জিজ্ঞাসা করলে তাদের উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করে এবং তাকে কোলে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করে। এ ঘটনাটি প্রতিবেশীরা দেখতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সুফিয়া বেগমের নাতি বাদী হয়ে কুমিল্লা জেলার তিতাস থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। এ হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত জামালকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা হতে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এজাহারনামীয় ১নং আসামী মো. জামাল সিকদার (৫০) (পিতা-মো. দিলু মিয়া সিকদার, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- শিবপুর সিকদার বাড়ি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামির হেফাজত হতে ১টি মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়