প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২১:১৬
হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদক ও মোটরসাইকেল জব্দ

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন ও এএসআই (নিরস্ত্র) গুল বদন সরকার সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। সকাল অনুমান ৯টা ৫ মিনিটের সময় হাজীগঞ্জ উপজেলার দোয়ালিয়া পশ্চিম পাড়া আকন্দ বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে বাহাদুর হোসেন মোবারক (৩১) (পিতা-মৃত বিল্লাল হোসেন, মাতা-রেনু বেগম, সাং-কাজির গাঁও, ভুইয়া বাড়ি, ১নং পৌর ওয়ার্ড, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর)কে গ্রেফতার করেন। বাহাদুরের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা রংয়ের বায়ুরোধক পলি প্যাকের ভেতর হতে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন পাঁচ গ্রাম, যার মূল্য অনুমান ১৫ হাজার টাকা জব্দ করেন। এছাড়া কালো ও নীল রংয়ের একটি ইয়ামাহা মোটরসাইকেল (যার চেসিস নং-2সিএল 31404822, ইঞ্জিন নং পাওয়া যায় নি) জব্দ করেন। ধৃত বাহাদুরের বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ-২৯/০৮/২৫ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)-এর ১০(ক)/৩৮ রুজু করা হয়েছে। তারপর তাকে একইদিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।