প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২১:০৭
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ফরিদগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সভা
'খুনিদের আটক ও দ্রুত বিচার আইনে বিচার করতে হবে'

নৃংশসভাবে খুনের শিকার দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আছাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচারের দাবিতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।
|আরো খবর
সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকারীদের আটক ও দ্রুত বিচার আইনে বিচারের মাধ্যমে সমাজে অপরাধীদের বিরুদ্ধে একটি ম্যাসেজ দেয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, ইতঃপূর্বে আমাদের কাছে সাংবাদিক হত্যা ও নির্যাতন নিয়ে অনেক ঘটনাই জ্বলন্ত উদহারণ। কোনোটা বছরের পর বছর ধরে তদন্ত চলছে, কোনোটা শেষ হয়েও শেষ হয় না। এভাবে চলতে পারে না। সমাজকে দূষণমুক্ত ও অপারাধীদের কালো থাবা থেকে মুক্ত করতে হলে সবার আগে প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ এবং দ্রুত বিচারকার্য শেষ করা।
তারা আরো বলেন, সাংবাদিকরা সব সময় অন্যায়, অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে লিখতে ও বলতে গিয়ে হত্যার এবং নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত একটি ঘটনার বিচার সত্যিকারভাবে দৃশ্যমান হয়নি। আমাদের ধারণা, আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অন্যান্য হত্যার বিচার না হওয়ার কারণেই সন্ত্রাসীরা এ ধরনের অপরাধ ঘটানোর সাহস দেখাচ্ছে। সাংবাদিকদের নানা ধরনের ট্যাগ লাগিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। বৈষম্যহীন সমাজে আমরা এই চিত্র দেখতে চাই না। কলম সৈনিকদের কলম চলতে দিতে হবে। তাদের আর্থিক ও বেঁচে থাকার নিরাপত্তা দেয়ার দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যম ও সরকারের। সভার শুরুতে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি নিহত সাংবাদিক আছাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।