শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২৩:৫৯

সন্ত্রাস ও পানি বণ্টন এক সুতায় বাঁধা সম্ভব নয়: এস জয়শঙ্কর

বিশেষ প্রতিবেদক : মো. জাকির হোসেন
সন্ত্রাস ও পানি বণ্টন এক সুতায় বাঁধা সম্ভব নয়: এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক অবস্থান আবারও স্পষ্ট করে জানিয়েছেন যে, কোনো দেশ যদি ভারতে সন্ত্রাসবাদ ছড়ানো অব্যাহত রাখে, তবে সেই দেশ ভারতের কাছে পানি বণ্টনের দাবি জানাতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল আলোচিত মন্তব্য— "রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না"—এর সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ এই বক্তব্য দেন তিনি।

চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি পাকিস্তানের দিকে স্পষ্ট ইঙ্গিত করে বলেন, "ভালো প্রতিবেশীদের আমরা টিকা, জ্বালানি ও অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকি। কিন্তু যারা সন্ত্রাসবাদ চালিয়ে যায়, তাদের বিরুদ্ধে ভারতের নিজের জনগণকে রক্ষা করার সার্বভৌম অধিকার রয়েছে। একদিকে দেশে অশান্তি ছড়াবেন, অন্যদিকে প্রাকৃতিক সম্পদ ভাগ করে নেওয়ার দাবি জানাবেন—এই দুই বিষয় একসঙ্গে চলতে পারে না।"

গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখে। ওই হামলার জবাবে ভারত 'অপারেশন সিন্দুর' পরিচালনা করে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে। জয়শঙ্কর বলেন, "আমাদের নাগরিকদের সুরক্ষার অধিকার কীভাবে প্রয়োগ করবো, সেটি একান্তভাবেই আমাদের সিদ্ধান্ত। বাইরের কেউ আমাদের নির্দেশ দিতে পারে না।"

ভারতের প্রতিবেশী নীতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি শ্রীলঙ্কাকে চার বিলিয়ন ডলারের সহায়তা এবং ইউক্রেন সংকটে জ্বালানি সরবরাহের উদাহরণ তুলে ধরেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, "যারা ভারতের ক্ষতি করে, তাদের সঙ্গে কোনো আপস নেই।"

বক্তব্যের এক পর্যায়ে তিনি সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকা সফরের অভিজ্ঞতার কথা জানান। এটি প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে ভারতের সক্রিয় কূটনৈতিক উপস্থিতির একটি দৃষ্টান্ত হিসেবেই উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়