বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০০:০০

স্কলারশিপ পেয়ে উইকিপিডিয়ার সম্মেলনে চাঁদপুরের সাংবাদিক দেলোয়ার

অনলাইন ডেস্ক
স্কলারশিপ পেয়ে উইকিপিডিয়ার সম্মেলনে চাঁদপুরের সাংবাদিক দেলোয়ার

চাঁদপুরের সাংবাদিক দেলোয়ার হোসাইন এবার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সম্মান পেয়েছেন। উইকিমিডিয়া ফাউন্ডেশনের পূর্ণ স্কলারশিপে তিনি অংশ নিচ্ছেন উইকিপিডিয়ার সবচেয়ে বড়ো বৈশ্বিক সম্মেলন ‘উইকিম্যানিয়া ২০২৫’-এ। সাত দিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩০০টির অধিক ভাষা থেকে নির্বাচিত উইকিপিডিয়ানদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে দেলোয়ারসহ বাংলাদেশ থেকে পাঁচজন উইকিপিডিয়ান অংশ নিচ্ছেন। অন্য চারজন হলেন বগুড়ার মাসুম আল হাসান রকি, ময়মনসিংহের দোলন প্রভা, বরগুনার মুহাম্মদ ইয়াহিয়া ও আরব আমিরাত প্রবাসী মো. জিল্লুর রহমান।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে এই সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্যে যাতায়াত, থাকা ও সম্মেলন ব্যয়সহ সকল খরচ ফাউন্ডেশনই বহন করছে।

মূল সম্মেলনে উইকিপিডিয়ার নতুন প্রযুক্তি, বৈশ্বিক পরিকল্পনা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বিষয়ে আলোচনা হচ্ছে। বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে এবার বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ‘বাংলা উইকিমৈত্রী’ ও ‘উইকি ভালোবাসে রমজান’ প্রকল্প, যার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ করা হয়েছে।

দেলোয়ার হোসাইন একজন পেশাদার সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষক। তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন আরটিভির মোবাইল জার্নালিজম বিভাগের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি চাঁদপুর টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক ও ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব চাঁদপুরের সহ-সভাপতি ছিলেন। আইসিটি মন্ত্রণালয়ের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পে তিনি চাঁদপুর জেলার প্রশিক্ষক ও কো-অর্ডিনেটর হিসেবেও কাজ করেছেন।

উইকিপিডিয়ায় তাঁর সক্রিয় ভূমিকার জন্য এর আগেও তিনি স্বীকৃতি পেয়েছেন। ২০১৯ সালে ‘বাংলা ভাষা আন্দোলনে নারী’সহ ১৫ জন নারীর জীবনী নিবন্ধ লিখে সুইডিশ দূতাবাসের সম্মাননা পান।

২০২১ সালে নারী ও যুববান্ধব কারিগরি শিক্ষা নিয়ে রিপোর্টিংয়ের জন্য ‘নারী মৈত্রী’ ও অ্যাকশনএইড বাংলাদেশ তাঁকে ফেলোশিপ প্রদান করে।

শুধু সাংবাদিকতা নয়, বাংলা উইকিপিডিয়াকে তথ্যসমৃদ্ধ করাও তাঁর নিত্যকার কাজ। বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী হিসেবে বাংলা ওই ইংরেজি উইকিপিডিয়ায় ১ হাজারেরও অধিক আর্টিকেল লিখেছেন।

উল্লেখ্য, উইকিপিডিয়া এখন বিশ্বের সবচেয়ে বড়ো উন্মুক্ত বিশ্বকোষ। তিন শতাধিক ভাষায় ছাপানো হয়েছে ছয় কোটির বেশি নিবন্ধ। আর এই জ্ঞানভাণ্ডার তৈরি করেছেন দেলোয়ারের মতো বিশ্বের লাখো স্বেচ্ছাসেবী।

এ বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত প্রযুক্তিবিদ শাবাব মুস্তাফা বলেন, উইকিম্যানিয়া শুধু সম্মেলন নয়, এটি অভিজ্ঞতা ও আইডিয়া ভাগাভাগির আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আশা করছি, দেলোয়ারসহ বাংলাদেশের প্রতিনিধিরা বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়