মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:২৬

হাজীগঞ্জ উপজেলা সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর বিকেল ৪টায় হাজীগঞ্জ উপজেলার হোটেল শেরাটনের হলরুমে আয়োজিত সভায় প্রধান শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. শামীম হোসেন মিজি ও সাধারণ সম্পাদক মো. জুলফুর রহমান এ কমিটির অনুমোদন দেন। কমিটি নিম্নরূপ : আহ্বায়ক পালিশারা সপ্রাবির হাবিবুল বাসার মজুমদার সাইফুল, যুগ্ম আহ্বায়ক ধড্ডা সপ্রাবির মো. জামাল হোসেন, বড়কুল বালিকা সপ্রাবির মো. বিলাল হোছাইন, নওহাটা সপ্রাবির মো. শামছুল আলম, বেতিয়াপাড়া সপ্রাবির মো. সায়েদুল বাসার মজুমদার জুয়েল, রাজাপুরা সপ্রাবির জান্নাতুল ফেরদাউস, বাড্ডা সপ্রাবির মো. ফারুক হোসেন, দ. বলাখাল সপ্রাবির মো. মিজানুর রহমান, বড়কুল সপ্রাবির মোহাম্মদ গোলাম রসুল স্বপন, মোহাম্মদপুর সপ্রাবির মো. আবু ছাদেক, বাকিলা সপ্রাবির রৌশন আক্তার, নাটেহরা সপ্রাবির অলক চন্দ্র দত্ত, হাটিলা সপ্রাবির কামরুন নাহার মজুমদার ও চিলাচো সপ্রাবির মো. মনজুর হোসেন, সদস্য সচিব নোয়াপাড়া সপ্রাবির মোহাম্মদ আহসান হাবীব মজুমদার, সম্মানিত সদস্য দিগচাইল সপ্রাবির মো. আহসান উল্লাহ, মডেল সপ্রাবির রোকেয়া সুলতানা, সুহিলপুর সপ্রাবির জাকির হোসেন চৌধুরী জাহিদ, বলিয়া সপ্রাবির আমেনা বেগম, সুবিদপুর সপ্রাবির মো. মনজিল হোসেন, নোয়াদ্দা সপ্রাবির জুলফিকার আলী মজুমদার, টোরাগড় সপ্রাবির ফারজানা আমিন, দ. বড়কুল সপ্রাবির মোসাম্মৎ জান্নাতুন নাইম, ছয়ছিলা সপ্রাবির মো. মিজানুর রহমান, স্বর্ণকলি সপ্রাবির মো. মোস্তফা কামাল, জগন্নাথপুর সপ্রাবির বিজয় কৃষ্ণ রায়, কাশিমপুর সপ্রাবির মো. বশির আল হেলাল, চাঁদপুর সপ্রাবির মো. কাজী সফিকুর রহমান, কাইজাঙ্গা সপ্রাবির মো. সেলিম খান, খাটরা রেফায়ী সপ্রাবির মো. হেয়াদেত উল্লা ও দ. কাশিমপুর সপ্রাবির মো. নঈমুল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়