সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচন

প্রতীক বরাদ্দ নিয়ে মাঠে দু সভাপতি প্রার্থী

ফরিদগঞ্জ ব্যুরো।।
প্রতীক বরাদ্দ নিয়ে মাঠে দু সভাপতি প্রার্থী

আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) নির্বাচনে সভাপতি পদে প্রতীক বরাদ্দ নিয়ে ভোটের মাঠে নেমেছেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দু প্রার্থী। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মুহম্মদ ফারুক আলম বিআরডিবি কার্যালয়ে সভাপতি পদের প্রার্থী আব্দুল খালেক পাটওয়ারীকে চেয়ার প্রতীক ও জাহাঙ্গীর আলমকে ছাতা প্রতীক বরাদ্দ দেন। এ সময় উভয় প্রার্থীর সাথে ভোটার ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচন পরিচালনা কমিটি দু প্রার্থীর সাথে নির্বাচনী আচরণ বিধি নিয়ে কথা বলেন। কোনোভাবেই যেনো এই নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে বলেন উভয় প্রার্থী ও তাদের সমর্থকদের।

সভাপতি পদে চেয়ার প্রতীকের প্রার্থী আ. খালেক পাটওয়ারী বলেন, আমি দীর্ঘদিন ধরে সমবায়ের সাথে জড়িত। কাছ থেকে অনেক কিছু দেখেছি। ১৯৭টি সমবায়ের মধ্যে অনেকগুলো সচল নয়, নির্বাচিত হলে সেগুলো সচল করে সমবায় আন্দোলনকে বেগবান করবো। সমাবায়ীরা যাতে সহজেই ঋণ নিয়ে কাজে লাগিয়ে আবার ফেরত দিতে পারে, সেই দিকে বিশেষ নজর থাকবে আমার। কারণ এদেশে যতো বড়ো বড়ো সাফল্য এসেছে তা সমবায়ের মাধ্যমেই। আশা করছি সমবায়ীরা আমার চেয়ার মার্কায় আমাকে ভোট দিয়ে তাদের জন্যে কাজ করার সুযোগ দেবেন।

সভাপতি পদের আরেক প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমি ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচন করছি। আমার চাচাও এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে গেছেন। আশা করছি সমবায়ীরা আমাকে নির্বাচিত করলে আমি বিআরডিবির সার্বিক উন্নয়নে কাজ করবো।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম জানান, গত ২০ নভেম্বর ঘোষিত ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়