সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২২:১১

মতলব লামচরীর আরতি রাণী সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক।।
মতলব লামচরীর আরতি রাণী সরকার আর নেই

না ফেরার দেশে চলে গেলেন ঐতিহ্যবাহী মতলব দক্ষিণ উপজেলাধীন লামচরী উকিল বাড়ীর নিবাসী মৃত জিতেন্দ্র চন্দ্র সরকার প্রকাশ বিহারির সহধর্মিণী ও কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাড. তাপস চন্দ্র সরকারের বড় কাকীমা আরতি রাণী সরকার (৭০)। শনিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় আরতি রাণী সরকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)। তিনি মৃত্যুকালে গোপাল চন্দ্র সরকার (পঙ্কজ) একমাত্র পুত্র, রিনা রাণী সরকার পুত্রবধূ, রূপক সরকার ও রিপান্ত সরকার দুই নাতি এবং একাধিক দেবর-জা, ভাসুর ও দেবর পুত্র-কন্যা ও পুত্রবধূ-জামাতা, নাতি-নাতনি এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার রাতেই লামচরী-বালুচর সর্বজনীন মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে আরতি রাণী সরকারের বিদেহী আত্মার সদ্গতি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়